বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নারী বিক্রেতাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করো হয়েছে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ শ’ গ্রাম গাঁজা। বৃহস্পতিবার রাতে থানার ৪টি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃতরা হচ্ছে বন্দর বাড়ইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ(২৭) রুবেল ওরফে কেরা রুবেল(২৪),মদনপুর হরিপুর এলাকার মৃত এখলাসউদ্দিন মোল্লার ছেলে সামাদ(৩৭),সোনারগাঁ উপজেলাধীন,মহজমপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে মোস্তফা মিয়া(৪০),বন্দর শাহী মসজিদ এলাকার মাদক স¤্রাট ফুলচান মিয়ার স্ত্রী খাদিজা((২৪)। ধৃতদের মধ্যে পলাশ ও রুবেলের কাছ থেকে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট,মোাস্তফার কাছ থেকে ১৭পিছ ইয়াবা ট্যাবলেট,সামাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা এবং খাদিজার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আ নে ৪টি পৃথক মামলা রুজু হয়েছে। ধৃতদেরকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।