নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ও মাদকসেবীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বন্দর শাহী মসজিদ এলাকার রাজা মিয়ার ছেলে রাজিব (২৯),রাজিবের স্ত্রী সুইটি(২৪),সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার বাবুল মিয়ার ছেলে মানিক(৩২)মাহমুদনগর এলাকার নূর ইসলামের ছেলে ওমর আলী(২৫),বন্দর খান বাড়ি এলাকার নাজির প্রধাণের ছেলে রাকিব(২৭),সোনাকান্দা হাট এলাকার হযরত আলী’র ছেলে মাসুম(৩০) ও আবুল হোসেনের ছেলে কামাল হোসেন(২৮)। ধৃতদের মধ্যে রাজিব,সুইটি,মানিক,রাকিব ও ওমর আলী মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাসুম ও কামালকে সন্দেহজনক কারণে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মাসুম ও কামালকে ৩৪ধারায় এবং অন্যান্যদের ওয়ারেন্টের বলে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।