বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একমাত্র ছেলেকে ঘুমে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।
রোববার ভোরে নাসিক ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার আফজাল মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ৩৩ বছর বয়সী হোসনে আরা চাঁদপুরের মতলব উপজেলার কাশিপুর গ্রামের শফিকুল ওরফে ইউসুফ মিয়ার মেয়ে। তিনি আফজাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
হোসনে আরার বাবা শফিকুল জানান, পাঁচ বছর আগে বন্দরের কদমরসুল কলেজ সংলগ্ন মাঠপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ইমরানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলের জন্ম হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে বিবাহবিচ্ছেদ হয়।
জুন মাস থেকে ছেলেকে নিয়ে মা-বাবার সঙ্গে আফজাল মিয়ার ভাড়া বাড়িতে রয়েছেন হোসনে আরা। এরপর আরিয়ান নামে এক ছেলের সঙ্গে প্রায়ই মুঠোফোনে তার কথা হতো। রোববার ভোরে ছেলেকে ঘুমে রেখে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সকালে ছেলের কান্না শুনে দরজা ভেঙে কক্ষে ঢুকলে হোসনে আরার ঝুলন্ত মরদেহ দেখে উদ্ধার করেন স্বজনরা। পরে প্রতিবেশীদের খবরে মরদেহটি মর্গে পাঠায় পুলিশ।
বন্দর ফাঁড়ির এসআই নাহিদ মাসুম জানান, রোববার বিকেলে মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।