বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের নাট্য পরিচালক ও অভিনয় শিল্পীদের অংশগ্রহণে বুধবার সন্ধায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব মিলনয়াতনে নাট্যালোচনা অনুষ্ঠিত হয়। টিভি নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে নাট্যালোচনায় অংশ নেন বিশিষ্ট প্রবীণ নাট্যকার মোঃ ওবায়েদউল্লাহ,সাউন্ডটেকের তালিকাভুক্ত প্রযোজক ও পরিচালক মিলন সরকার,সরকার মিলন,প্রখ্যাত সুরকার ও গীতিকার মিতু মোর্শেদ,টিভি অভিনেতা মোখলেছুর রহমান তোতা,আলোচিত বিজ্ঞাপন ফজর আলী লুঙ্গি’র মডেল সামসুল হাসান,শক্তিমান মঞ্চ অভিনেতা মোয়াজ্জেম হোসেন, শেখ কামাল হোসেন,প্রখ্যাত কমেডিয়ান ইমরান হোসেন আকাশ,মোঃ মনির উদ্দিন(হোসেন মনির), সাংবাদিক শাকির আহমেদ বাপ্পি,শেখ আরিফুল ইসলাম আরিফ,আলী আহমদ,মোঃ আবুল বাসার,শাহরিয়ার প্রধান ইমন,সাইদুর রহমান প্রমুখ। নাট্যালোচনায় নারায়ণগঞ্জ থেকে টিভি নাটক ও অভিনেতা সৃষ্টির ব্যাপারে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করা হয়।