বিজয় বার্তা ২৪ ড কম
৫টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধামগড় ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন ওরফে ফেন্সি কবির (৪০)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। রোববার রাতে বন্দর থানার গকুলদাসের বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ফেন্সি কবির গকুলদাশের বাগ এলাকার আব্দুল রব মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম জানান, ধামগড় ফাঁড়ী এসআই মাজহারুল ইসলামসহ তার সঙ্গীয় র্ফোস রোববার রাতে গকুলদাশের বাগ এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৫টি মাদক মামলার পলাতক আসামী ও ধামগড় ইউনিয়ন পরিষদের ৮নঙ ওয়ার্ডের র্বতমান মেম্বার ও মাদক স¤্রাট কবির হোসেন ওরফে ফেন্সি কবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতকে উক্ত ওয়ারেন্টে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।