বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মাসুম নামে এক যুবকের বিরুদ্ধে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে নির্জন ফসলি জমিতে ফেলে এক গার্মেন্টস শ্রমিককে (১৮) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে বন্দর থানাধীন কাইকারটেক ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে স্থানীয় মমিনের ফসলি জমিতে এই ধর্ষনের ঘটনাটি ঘটে। সোমবার রাতে এ ব্যাপারে বন্দর শাহী মসজিদ এলাকার ভুক্তভোগী কিশোরী নবীগঞ্জ এলাকার ভুলু মিয়ার ছেলে মো. মাসুমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বন্দর নবীগঞ্জ এলাকার মাসুদের সাথে নারায়ণগঞ্জ শহরের একটি হোসিয়ারিতে একসাথে কাজ করতেন ও নারী শ্রমিক। সে সুবাদে কিছুদিন পূর্বে মাসুদ তার থেকে ৫ হাজার টাকা ধার নেয়। টাকা নিয়ে বারবার মাসুদ টাকা ফেরত দেই দিচ্ছি বলে নানা তাল বাহানা করতে থাকে। একইভাবে গত ১০ ডিসেম্বর মাসুদ কিশোরী টাকা ফেরত দেবে বলে রাতে কাইকারটেক ব্রিজ সংলগ্ন একটি নির্জন স্থানে ডেকে নেয়। পরে কিশোরীকে একটি ফসলি জমিতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বন্দরের নবীগঞ্জের মাসুম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী কিশোরী। ওই কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাসুমকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।