নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর সহায়তায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক ডাকাত গুলিদ্ধি হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও পালিয়ে যায় তাদের আরো ৩ সহযোগী। গত শনিবার রাতে থানার ধামগড় ইস্পাহানীস্থ সোনাচড়া ডকইয়ার্ডের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে মদনপুর চানপুর এলাকার আলী হোসেনের ছেলে আমানউল্লাহ ওরফে স্বপন ওরফে ডাকু স্বপন(৩৫) ও ধামগড় এলাকার জয়নাল মিয়ার ছেলে ডালিম(৩২)। ধৃতদের মধ্যে স্বপনের বিরুদ্ধে বন্দর,সোনারগঁ,আড়াইহাজার,নরসিংদী ও যাত্রবাড়ীসহ বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে,শনিবার রাতে স্বপন ও ডালিমসহ ৫জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে থানার রামনগর এলাকায় ডাকাতির জন্য অবস্থান করে। গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল মারমুখী হয়ে পুলিশের উপর হামলার প্রস্তুতি নিলে প্রাণ রক্ষার্থে পুলিশ শর্টগানের ৭ রাউন্ড গুলিবর্ষণ করে। এত ডাকাত সর্দার স্বপনের মাথায় গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে গোটা এলাকার শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হলে ডাকাতরা এলাকাবাসীর উপর চড়াও হয় এক পর্যায়ে গ্রামবাসী’র সহায়তায় পুলিশ ডাকাত স্বপন ও ডালিমকে আটক করতে সক্ষম হলও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা রুজু করে।