বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে কথা কাটা কাটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা মদনপুর ইউনিয়নের মদনপুর ছোট সাববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও ¯’ানীয় সুত্রে জানা গেছে, মদনপুর ছোট সাববাড়ী এলাকায় আফাজুদ্দিন ছেলে সিরাজ মিয়া সঙ্গে একই এলাকার সোনা মিয়া ছেলে আসাবুদ্দি সাথে পূর্বের শ্রত্র“তা দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে সিরাজ মিয়া স্ত্রী সুমাবেগম দোকানে পাশ্বে গলি রাস্তা দিয়ে তাহার নিজ বাড়িতে যাচ্ছিল । রাস্তাটা দোকান পাশ্বে দের হাত প্রস্ত হবে । সে সময় রাস্তার মুখে আসাবুদ্দি বসে ছিল , আসাবুদ্দিকে রাস্তা থেকে সরতে বললে সে দেরি করে সরার কারনে সে সুত্র নিয়ে সিরাজ মিয়া স্ত্রী সুমাবেগম ও আসাবুদ্দি কথা কাটা কাটি ঝগড়া সৃষ্টি হয়। এ নিয়ে বিকাল ৪ টার দিকে আসাবুদ্দি বাহীনি লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিরাজের উপর হামলা চালায়। দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে এ পক্ষের আহত হলো – সিরাজ (৪৫) তার মাথায় কোপ লাগে,সুমা বেগম (৩৮) তার মাথায় আগাত লাগে , বৃষ্টি বেগম (২৫) তার পায়ে আগাত লাগে, ঐ পক্ষের আহত হলো আসাবুদ্দিন(২৪), সাহাবুদ্দি (২৮) সহ উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন। এর মধ্যে সিরাজ মিয়া আবস্থা আশংকাজনক । আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত বন্দর থানা অভিযোগ প্রস্তিতি চলছে।