বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত ব্যাক্তির ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার (৩৫)নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার রাতে থানার পুরান বন্দর ঝাউতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আনোয়ার একজন দিনমজুর। সোমবার রাতে সে মাছ ধরার জন্য পাশর্^বর্তী বাড়ির রহমত মিয়ার পুকুরে পানি সেচের জন্য সেচ পাম্প বসিয়ে বিদ্যুতের তার লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করে। পরদিন সকালে পথচারিরা যাওয়ার সময় পুকুরে লাশ দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত আনোয়ারের ভগ্নিপতি ফিরোজ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।