বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জহর মিয়া(২৪)নামে এক দিনমজুরকে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে স্ত্রী ও শ্বশুরবাড়ি লোকজন। বৃহস্পতিবার ভোরে থানার একরামপুর বাজারস্থ সামাদ খানের বাড়িতে এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়,নিহতের পরিবারের দাবি,পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রী জবেদা বেগম ও তার পরিবারের লোকজন জহর মিয়াকে শ্বাসরোধ হত্যার পর বিয়ের শাড়ি গলায় প্যাচিয়ে ঘরের আড়ার সঙ্গে বেধে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক অখিল চন্দ্র সরকারের সঙ্গে আলাপকালে তিনি জানান,নিহতের সুরত হাল অনুযায়ী আতœহননের বিষয়টি পরিস্কার নয়। পাশাপাশি শরীরের কোথায়ও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।