নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে আল আমিন(২১) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে উচ্ছশৃঙ্খল পিতা-পুত্রসহ তাদের সহযোগীরা। গত শনিবার রাতে থানার দেউলি চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত আল আমিনকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহতের বোন ডালিয়া আক্তার বাদী হয়ে রোববার রাতে পিতা-পুত্রসহ ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২৭(০৪)১৬ইং। এ ঘটনায় সামসুল ইসলাম(৫২) নামে একজনকে পুলিশ গ্রেফতারে সক্ষম হয়। মামলায় উল্লেখ করা হয় দেউলি চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আল আমিন দীর্ঘ দিন ধরে দিনমজুরের কাজ করে আসছিল। গত শনিবার দিবাগত রাত ১১টায় কাজ শেষে আল আমিন স্থানীয় লিটনের হোটেলে রাতের খাবার খাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার মৃত ঈমান আলীর ছেলে সামসুল ইসলাম,ঈমান আলীর ছেলে সবুজ,সাইদুর ও দেলোয়ার হোসেনের ছেলে আল আমিনসহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল দা ও লাঠিসোটা নিয়ে ওই হোটেলের ভিতরে হামলা চালায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই উচ্ছশৃঙ্খল সামসুল হক এবং তার দু’পুত্র যথাক্রমে সবুজ,সাইদুরসহ অন্যান্যরা দিনমজুর আল আমিনকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এবং লাঠিসোটা দিয়ে এলোপাথাড়িভাবে পিটায়। প্রাণে বাঁচতে ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ছুটে এসে আল আমিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।