বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দারোগা পরিচয়দানকারী মহা-প্রতারক জাহাঙ্গীর ওরফে ফটকা জাহাঙ্গীর(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টায় বন্দরর বাসষ্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত জাহাঙ্গীর বন্দর কলাবাগ এলাকার হজী ইয়াসিন মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে,সে দীর্ঘ দিন ধরে নিজেকে কখনো ওসি,ককখনো দারোগা,কখনো সেনাবাহিনীর কর্ণেল এমনকি পদ্মা সেতুর পরিচালকসহ বিভিন্ন পরিচয় দান করে নিরীহ লোকজনকে প্রতারণা করে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার বেলা সাড়ে ১২টায় বন্দর বাসষ্ট্যান্ডের একটি দোকানে অবস্থান করে অজ্ঞাত এক ব্যাক্তিকে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টাকালে বন্দর থানা পুলিশ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,প্রতারক জাহাঙ্গীরকে সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।