বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে কুশিয়ারা এলাকায় পানির ডুবা থেকে মাসুম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার কুশিয়ারা কবরস্থান রোড এলাকা থেকে এই লাশ উদ্ধার করা। নিহত মো. মাসুম বাগেরহাট জেলার সিকান্দার হাওলাদারের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। নারায়ণগঞ্জের বন্দর খানবাড়ি এলাকার আল আমিন মিয়ার ভাড়াটিয়া। জানা যায়, রাতে কোন এক সময় মাসুম হাওলাদারকে দুর্বত্তরা হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর কুশিয়ারা এলাকা থেকে মাসুম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।রাতে কোন এক সময় দুর্বত্তরা মাসুমকে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। হত্যার কারন এবং কারা হত্যা করেছে সে বিষয় তদন্ত করে বের করার চেষ্টা চলছে।মাসুমের লাশও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়েই মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।