নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শণ করে হাসান মাহমুদ নামে এক যুবকের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা। সোমবার সন্ধায় থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর ব্রীজের সামনে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার হওয়া যুবক বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং১৩(২)১৬ইং। মমলার বিবরণে প্রকাশ,সুদূর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দক্ষিণ ফালগুন কর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে হাসান মাহমুদ গত সোমবার বিকেল ৫টায় রাজধানীর মতিঝিল এলাকা হতে তারই চাচার কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে স্টার লাইন পরিবহণযোগে কুমিল্লাস্থ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধা ৬টায় গাড়িটি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর ব্রীজের সামনে পৌঁছলে রংয়ের একটি মাইক্রোবাস পরিবহণের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাসে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয়ে হাসান মাহমুদকে নানা ভয়ভীতি প্রদর্শণ করে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে হাসান মাহমুদের কাছে থাকা সাড়ে ৯লাখ টাকা ভর্তি ব্যাগ ও পকেটে রক্ষিত একটি স্যামসাং মোবাইল সেট নিয়ে কিছুপথ যাওয়ার কিউট নামক স্থানে তাকে ফেলে দিয়ে চলে যায়।