নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে বশির (৫০)নামে নিরীহ এক মাছ ব্যবসায়ীর নগদ ৩৪হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় পেশাদার ছিনতাইকারী মামুন (২২)ও বাপ্পী (২৪) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার দুপুরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে তেয়া হয়। এ ব্যাপারে মাছ ব্যবসায়ী বশির বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ১১(৪)১৬ইং। মামলায় উল্লেখ করা হয়,বন্দর কল্যান্দী এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে বশির মিয়া দীর্ঘ দিন ধরে বন্দর শাহী মসজিদ বৌ-বাজারে মাঝ বিক্রি করে আসছিল। গত মঙ্গলবার দুপুরে তার চাচীর পাওনা টাকা ফেরত দেয়ার জন্য মাসদাইরের উদ্দেশ্যে রওনা হয়। বেলা ৩টায় বন্দর ১নং খেয়াঘাটের সামনে পৌঁছলে বন্দর কলাবাগ এলাকার পেশাদার ছিনতাইকারী মামুন ও কল্যান্দী এলাকার বাপ্পী তার পথরোধ করে। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তার হাতে থাকা ব্যাগে রক্ষিত নগদ ৩৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।