বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত শনিবার বেজেরগাঁও এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী লুৎফা বেগম(২৫)নরম্যাল ডেলিভারীর জন্য বন্দরের নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্ েভর্তি হয়। ভর্তির পর পরই লুৎফা বেগম প্রচন্ড পেট ব্যাথা অনুভব করেন। সে সময় স্বজনরা লুৎফা বেগমের বিষয়টি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহিত করার পরও তারা বিষয়টি আমলে না নেয়ায় গৃহবধূর অবস্থা আরো বেগতিক হয়ে পড়ে। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে লুৎফার স্বজনরা ওই হাসপাতালের ডাক্তার নাহিদ খন্দকারকে অনেক অনুনয় বিনয় করলে নাহিদ খন্দকার রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। ওই পরামর্শ দেয়ার কারণে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ নাহিদকে শাসায়। এদিকে এ্যাম্বুলেন্স না পেয়ে সিএনজিযোগে রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার নবাজাতককে মৃত ঘোষণা করেন। নবজাতকের মৃত্যুর ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে গোটা নবীগঞ্জ এলাকায় থমথমে অবস্থা দেখা দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী লুৎফা বেগম জানান,নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিরামহী অনিয়ম চলছে। খাবার পানির সংকট হতে শুরু করে ডাক্তার সংকট এমনকি সেবাও পায়না দূর-দূরান্ত হতে আগত সাহায্যপ্রাথীরা। যেন হাসপাতাল আছে অষুধ নাই,ডাক্তার আছে সেবা নাই। এভাবেই চলছে। বিষয়টি বন্দর উপজলা স্বাস্থ্য র্ককর্তা ডাঃ আফতাবউদ্দিন অবহিত করা হলে সে নানা অজুহাতে এটি এড়িয়ে যায়।