নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের দুর্ধর্ষ ডাকাত সর্দার সুমন ওরফে ডাকু সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সুমন স্থানীয় সোনাচড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সুদূর কুমিল্লার চান্দিনা,রাজধানী ঢাকার ডেমড়া এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরসহ অসংখ্য মামলা রয়েছে। রোববার রাতে বন্দরের দু’টি ডাকাতি মামলার এবং ফতুল্লা ও কুমিল্লার চান্দির একটি মামলার ওয়রেন্টের বলে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।