বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ধৃত বাদশা ওরফে বাদশা ডাকু(৩৫) কে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। যার মামলা নং- ৪০(১)১৭। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরিদ জানান, সম্প্রতি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ মুখফুলদি এলাকায় ডাকাতি সংঘটিত হয়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলায় ডাকু বাদশা (৩৫)কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।