নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ওভারটেক করতে গিয়ে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোচালক ও যাত্রীসহ ৩জন আহত হয়েছে। বুধবার রাতে থানার মদনগঞ্জ-টু-মদনপুর রুটের হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত আলীনূর বেপারীর ছোট ছেলে রাজা মিয়া(৩৫),অটোচালক সোলেমান(২৩) ও মতিয়া(২০)। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা বা লিখিত অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়,বন্দর ১নং খেয়াঘাট এলাকার অটোচালক সোলেমান বুধবার রাত সোয়া ৮টায় ৩জন যাত্রী নিয়ে ঘারমোড়ার উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি মদনগঞ্জ-টু-মদনপুর রুটের হাজীপুর এলাকায় পৌঁছলে চালক সোলেমান অপর একটি অটোরিকশা ওভারটেকের চেষ্টা চালায়। অটোরিকশায় বাতি না থাকায় দ্রুত গতিতে থাকা অটোরিকশাটি চালক সোলেমান রাস্তার পাশে বিকল হওয়া লোহার দ্রব্যাদি বোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘর্ষ বাধে এতে ঘটনাস্থলেই চালক ও ২যাত্রী রক্তাক্ত জখম হয়। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।