বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বাহাদুর(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫শ’ ৫৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারের পর ৬০ হাজার টাকার বিনিময়ে ৫শ’ পিছ ইয়াবা আত্মসাত করেছে সহকারি দারোগা আলম সরোয়ারদী। রোববার রাতে বাড়ইপাড়া এলাকায় উৎকোচ গ্রহণ ও ইয়াবা আত্মসাতের এ ঘটনাটি ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে সেই সাথে পুলিশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। তথ্য সূত্রে জানা যায়,বন্দরের বাড়ইপাড়া এলাকার মৃত ফজল করিম মিয়ার ছেলে বাহাদুর দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার গভীর রাতে নিজ বাড়িতে অবস্থানকালে গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার সহকারি দারোগা আলম সরোয়ারদী তার ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশ তার হেফাজতে থাকাবস্থায় ৫শ’৫৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আলম সরোয়ারদী বাহাদুরের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে ৪০ হাজার এবং পরে আরো ২০ হাজারসহ সর্বমোট ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে এ এস আই সরোয়ারদীর সঙ্গে আলাপকালে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে সাংবাদিকদের জানান, আপনি দেখা করবেন ভাই চায়ের দাওয়াত রইল।