বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জামায়াতের শীর্ষ নেতা বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে জামায়াত নেতা সাইফুল(৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় নাশকতার প্রস্তুতিকালে গকুলদাসের বাগ এলাকার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাইফুল থানার গকুলদাসেরবাগ এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের গাড়ী পোড়ানো ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান,সাইফুল ইসলামকে নাশকতার প্রস্তুতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামায়াত নেতা সাইফুল বন্দর থানা হাজতে আটক রয়েছে।