নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জামায়াতের পৌর আমীর ডাঃ শহীদুল ইসলাম(৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে বন্দর বাজারস্থ নিজ বাড়ি থেকে নাশকতার মামলার গ্রেফতার পরোয়ানার বলে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শহীদুল ইসলাম বন্দর বাজার এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। পুলিশ জানিয়েছে,তার বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারী পুলিশের টেম্পু পেড়ানো মামলা ও দ্রুত বিচার আইনের মামলাসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পালিয়ে থাকার পর সোমবার বিকেল সাড়ে ৩টায় বন্দর বাজারস্থ নাজ ডেন্টাল ক্লিনিকের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।