বিজয় বার্তা ২৪ ডট কম
৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় বন্দর উপজেলা সমবায় অফিস আয়োজিত র্যালি ও আলোচনা সভা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকালে র্যালি শেষে বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম মৌসুমী হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পল্লি উন্নয়ন ও সমবায় কর্মকর্তা অসিম কুমার বাড়ৈ। এ সময় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মাহফুজা আক্তার ও আরো উপস্থিত ছিলেন বন্দর সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ আল মুজাহিদ দুলাল,সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিউল আলমসহ সমবায় সমিতির নেতৃবৃন্দ।