নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে জাটকা আহরনের দায়ে ৩ মৎস্যশিকারীকে ১ বছরের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যামন আদালত। শনিবার দুপুরে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি কর্র্তৃক উদ্ধারের পর বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মিনারা নাজমীন ভ্রাম্যামান আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ধৃত আসামী যথাক্রমে মফিজুল ইসলাম(৪০),ওয়ালিউল্লাহ(৫৫) ও মফিজ মিয়া(৪২)এর বিরুদ্ধে ওই আদেশ দেন। পুলিশ জানিয়েছে,উল্লেখিতরা দীর্ঘ দিন ধরে ধলেশ্বরী নদীতে অবস্থান করে অবৈধভাবে জাটকা আহরণ করে আসছিল। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ির পুলিশ তাদেরকে কলাগাছিয়া বাজার এলাকা থেকে তাদেরকে হাতে নাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৫ কেজি জাটকা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ধৃতদের শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।