নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ও ছোটভাইয়ের স্ত্রীকে কুপিয়েছে বড়ভাই ও তার সহযোগীরা।শুক্রবার সকাল ১১টায় থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী হয়েছে। ডায়েরীতে উল্লেখ করা হয়, দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত তারা মিয়ার ছেলে শাহিনের সঙ্গে তারই ছোটভাই মহসিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় উভয়ের মধ্যে বিরোধ হলে এক পর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী স্বপ্না,ছেলে সৌরভ,মেয়ে তাহমিনাকে নিয়ে ছোটভাই মহসিনের বসত ঘরে হামলা ভাংচুর তান্ডব চালায়। এ সময় বাধা দিলে শাহিন গং মহসিনকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে মহসিনের হাতে মারাতœক জখম হয়। এ সময় তার স্ত্রী তানিয়া বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারপিট ও জখম করে। পরে হামলাকারীরা মহসিনের ঘরের আলমিরাত রক্ষিত নগদ ৫০ হাজার টাকা,১ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন লুটে নিয়ে ঘরের প্রায় ২০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরে আশ পাশের লোকজন আহত স্বামী-স্ত্রী’কে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।