নারায়ণহগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী(১৪)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজিম(২০) নামে এক প্রাইভেট শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার রাতে থানার পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তথ্যসূত্রে জানা যায়,বন্দরের পূর্ব হাজীপুর এলাকার সালাউদ্দিন মিয়ার মেয়ে স্থানীয় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া ছাত্রী(১৪) একই এলাকার বেলায়েত মিয়ার বাড়ির ভাড়াটিয়া মেরিন ছাত্র আজিম দীর্ঘ দিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিল। শুক্রবার ছুটির দিন হওয়া স্বত্ত্বেও লম্পট আজিম চতুর্দর্শী শিক্ষার্থীকে তার নিজ বাড়িতে ডেকে নেয়। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। এতে কিশোরী ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আজিমকে আটক করে প্রথমে উত্তম মধ্যম দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।