বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দুলালী (২৫) নামে এক মেয়েকে বেদম পিটিয়ে আহত করার মামলায় সন্ত্রাসী আল আমিন (২৫)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার রাতে বন্দরের কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত বাছেদ মিয়ার মেয়ে দুলালী সাথে একই থানার বন্দর তিনগাওস্থ সুতারপাড় ভদ্রাসন এলাকার হাসান আলী মিয়ার ছেলে নূর ইসলামের সাথে র্দীঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাধে দুলালী অধিকার প্রতিষ্ঠার জন্য প্রায় সময় প্রেমিক নূর ইসলামের বাড়ীতে যাতায়েত করত। এর ধারাবাহিকতায় গত ১৬ অক্টবর সন্ধ্যা ৭টায় প্রেমিক নূর ইসলাম প্রেমিকা দুলালীকে কথা আছে বলে রওশানবাগ এলাকা থেকে ডেকে নিয়ে যায়। পরে প্রেমিক নূর ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগম, হেলেনা বেগম, ছেলে আল আমিন, হাসান আলী মিয়ার স্ত্রী মাফি বেগম মিলে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে বেদম পিটিয়ে হত্যা নিশ্চিত ভেবে বন্দর ইউনিয়নস্থ কুশিয়ারাস্থ চন্ডিতলা বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহতায় দুলালীকে উদ্ধার করে প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে কিছু দিন চিকিৎসা গ্রহন করে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ ৩ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কাইতাখালি এলাকার মৃত সিদ্দিকুর রহমান মিয়ার ছেলে আক্তার হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে বন্দর থানার এএসআই আলম সোরোয়ার্দী রুবেলসহ তার সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে উক্ত মামলার এজাহারভূক্ত ২ নং আসামী আল আমিনকে গ্রেপ্তার করে। পরে ধৃতকে উক্ত মামলায় গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেন।