বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে গৃহবধু রোজিনা আক্তার(২০) সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে। সোমবার রাত ৮টায় বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের সম্মূখে জাপা নেতা আবু জাহেরের ভাড়াটিয়া বাড়িতে এ আত্বহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠায়। আত্বহত্যার এ ঘটনায় স্বামী আমজাদ হোসেন(২৪)কে পুলিশ গ্রেফতার করেছে। তথ্য সুত্রে জানা যায়,নরসিংদী জেলার মনোহরদির এক দড়িয়া গ্রামের মৃত আব্দুল কাদিও মিয়ার ছেলে আমজাদ ও চাঁদপুর জেলার মতলব থানার আইজাদি গ্রামের জামান প্রধানের মেয়ে রোজিনা। গত ২ বছর পূর্বে উভয়ে প্রেম করে বিয়ে হয়। ১মাস পূর্বে তারা ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয় এবং নারায়নগঞ্জ বন্দর বাজার গার্লস স্কুল এন্ড কলেজের সম্মূখে জাপা নেতা আবু জাহেরের ৫ম তলায় ভাড়া বাড়িতে নতুন ভাবে দাম্পত্ত জীবন শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে নববধু রোজিনা রাত ৮টায় নিজ ঘরের ৫মতলায় ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে।