বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষার্থীদের ভর্তির ৬মাস পর বহিরাগতদের সমাগমের মধ্য দিয়ে নবীনবরণ উদযাপন করলো বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ। শনিবার বেলা ১১টায় ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ মৌসুমী হাবিব। স্ব-ঘোষিত গভর্ণিং বডি’র সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম. নূরুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্য আশরাফ হোসেন,আজহার হোসেন খান,মোঃ আনোয়ার কন্ট্রাক্টর। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন,গভর্ণিং বডির সাবেক সদস্য মোঃ সালাউদ্দিন,মোঃ সেলিম,কাজী শাহিন,আতিকুর রহমান মাসুম শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়গঞ্জ জেলা শাখার পোচার সস্পাদক মোঃ জাহিদ ইবনে রাজিব,যুবলীগ নেতা মোঃ মাসুম,সু শান্ত চন্দ্র দে,মোঃ রাসেল,জাহাঙ্গীর আলম,জুয়েল প্রমুখ।