নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের লীজকৃত পুকুর হতে উদ্ধারকৃত গার্মেন্টকর্মী আয়নাল (১৬)হত্যা রহস্যের জট খুলতে শুরু করছে। লৌমহর্ষক এ হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে অনেকটা অগ্রগতি হয়েছে বলে এমনটাই জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। তিনি আরো জানান,ইতোমধ্যে হতাকান্ডের মোটিভ সম্পর্কে অনেক তথ্য সংগৃহিত হয়েছে তবে মূল হোতাদের গ্রেফতার না করা পর্যন্ত তদন্তের স্বার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। এদিকে বুহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন ডকইয়ার্ডের সামনে থেকে আকাশ(১৭) নামে আয়নালের এক বন্ধুকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সূত্র মতে,নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পারভেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী আয়নাল(১৬)কে জবাই করে হত্যার পর ভূঁড়ি কেটে তার মৃতদেহ মদনপুর-মদনগঞ্জ সড়কের পশ্চিম হাজীপুরস্থ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের লীজকৃত পুকুরে ফেলে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। লোকমুখে খবর পেয়ে বন্দর থানা পুলিশ গত সোমবার বিকেল নিহত আয়নালের মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ওইদিন বিকেলেই বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে টেলিভিশনের স্ক্রল নিউজ দেখে তার পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে আয়নালকে শনাক্ত করেন। তার পরিবার জানায়,আয়নাল নিখোঁজের ঘটনায় রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী হয়।