বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আড়াই কেজি গাজাঁ ও ১’শ ৯পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার ধামগর’স্থ আনন্দ নগর এলাকার কাজিম উদ্দিনের ছেলে মোঃ শহিদুল্লাহ(৪৫),সোনারগাঁ থানাধীণ চেঙ্গাইন এলাকার রফিক শিকদারের ছেলে ইকবাল শিকদার(২৮),পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত আঃ রশিদ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪৩) ও রাজবাড়ী নুরবাগ এলাকার আকবর হোসেনের ছেলে মোঃ হৃদয়(২১)। পুলিশ জানায়,গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ধামগর’স্থ কুড়িপাড়া নতুন বাজার নুর হোসেনের দোকানের সামনে থেকে শহিদুল্লাহর কাছ থেকে ৫’শগ্রাম গাঁজা,মদনপুর’স্থ আন্দিরপাড় এলাকা এলাকা থেকে ইকবাল শিকদারের কাছ থেকে কেজি গাঁজা ও রাজবাড়ী নুরবাগ এলাকা থেকে ১৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে পুলিশ মাদক বিক্রির সংবাদে পুরান বন্দর এলাকায় অভিযান চালালে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর উদ্দেশ্যে বাচ্চু সরদারের পুকুরে ঝাপিয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগীতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে ৯৪ পিছ ইয়াবা উদ্ধার করে। তারপর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ভাবে মামলা রুজু করা হয়েছে। যার নং ৪৬ (৫) ১৭, ৪৭ (৫) ১৭ ও ৪৮ (৫) ১৭ইং। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।