বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মদনগঞ্জ ফাঁড়ী ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরু মিয়াসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ ৩ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৩ কেজী ১’শ গ্রাম গাঁজা ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার রাতে বন্দর উপজেলার ১নং মাধবপাশা ব্রীজ ও বাগদো বাড়ীয়া এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় ধৃত ৩ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানায়েছে, মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ তরিকুল ইসলাম জুয়েলসহ সঙ্গীয় র্ফোস সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১নং মাধবপাশা ব্রীজ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৩ কেজী গাঁজাসহ ঘারমোড়া এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী নুরু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও একই রাতে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মোস্তফা জামানসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার বাগদো বাড়ীয়াস্থ জজ মিয়ার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজা ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার হাজী নুরুল ইসলাম মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আমির হোসেন (৪০) ও কাজীপাড়া এলাকার মৃত আহসান মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী লিয়াকত আলী (৪৮)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।