নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ১ কেজি গাঁজাসহ বিনা(৩০) নামে এক প্রমীলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে থানার বন্দর বাসষ্ট্যান্ড এলাকাস্থ বিএনপি’র অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত বিনা বেগম বন্দর খান বাড়ি এলাকার শিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। তথ্যসূত্রে জানা যায়,প্রমীলা মাদক বিক্রেতা বিনা বেগম দীর্ঘ দিন ধারে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার বেলা ২ টায় বন্দর বাসষ্ট্যান্ডের সামনে অবস্থান করে হাত ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক সাইয়্যাদুর রহমান,জাহিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তারা মাদক পাচারকারীনী বিনার হাতব্যাগে তল্লাশী চালিয়ে হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ১কেজি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে।