বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাজিব ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিকেলে থানাধীন লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ রাজিব ইসলাম (৩৬) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মোঃ রফিক ইসলামের ছেলে।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব ইসলামও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিম মিতু (২৫)’কেগণধর্ষণ করে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে তিনি গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হলে তার খালা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা আত্মগোপন করে ও পলাতক থাকে। পরে র্যাব-১১ একটি দল অভিযান পরিচালনা করে রাজিব ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ রাজিব ইসলাম’কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।