নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট (বিএমডিএ)বন্দর থানা শাখা’র সভাপতি পরিচয়দানকারী হাফিজুর রহমান ওরফে খোকার বিরুদ্ধে নিরীহ ফার্মাসিষ্টদের অর্থ আতœসাৎ ও নানামুখী প্রতারণার অভিযোগ উঠেছে। বন্দর বাসষ্ট্যান্ড সংলগ্ন ঝর্ণা ফার্মেসীর মালিক হাফিজুর রহমান খোকা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র কেন্দ্রীয় কমিটির কোন অনুমোদন না নিয়ে নিজেকে ওই সমিতি’র বন্দর থানা শাখা’র সভাপতি দাবি করে গোটা বন্দরের ফার্মাসিষ্টদেরকে দীর্ঘ দিন ধরে জিম্মি করে আসছে। কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নামধারী সভাপতি খোকা’র বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কার্যকরি পদক্ষেপের দাবি জানিয়ে বন্দরের সর্বস্তরের ফার্মাসিষ্টরা সমিতি’র কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্টদের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট (বিএমডিএ)এর কোন প্রকার অনুমুতি না নিয়ে কতিপয় অসাধু ব্যাক্তিদের নিয়ে সম্প্রতি (বিএমডিএ)এর বন্দর থানা শাখা নামে একটি কমিটি গঠন করে খোকা। সরল বিশ্বাসে ফার্মাসিষ্টদের অনেকেই ওই সমিতি’র সদস্যও হন। তাদেরকে নামকাওয়াস্তে একটি পাশ বই হাতে ধরিয়ে দিয়ে মাসে মাসে টাকা আদায় করে এমনকি কৌশলে খোকা ওইসকল নিরীহ ফার্মাসিষ্টদের ফুসলিয়ে তাদেরকে দিয়ে কথিত হকস ফার্মা নামক একটি ফার্মাসিউটিক্যালসের এনার্জী ড্রিংকসসহ ওই কোম্পানীর বিভিন্ন অখ্যাত ঔষধ বিক্রি করিয়ে থাকে। খোকার দেয়া ওইসকল ঔষধ বিক্রি না করলে ওই ফার্মাসিষ্টের বিরুদ্ধে নানা অপ-প্রচার চালায়। খোকার অব্যাহত কুকর্ম হতে রেহাই পেতে বন্দরের সকল ফার্মাসিষ্টগণ তদন্ত সাপেক্ষে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবি জানান।