বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন ৫৯ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম
বুধবার রাতে বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বন্দরের বাগবাড়ি এলাকার মৃত গফুর মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, আনোয়ার হোসেন মঙ্গলবার ১১ মার্চ সন্ধ্যায় কিশোরীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বন্দরের বাগবাড়ি এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি থানায় জানান। এই ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠায়। ।