বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ইভটিজিংয়ের প্রতিবাকারী কলেজ ছাত্র রিফাত(১৮)কে প্রহারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে আহত রিফাতের পিতা আবদুস সালাম কবির বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় ধৃত ৫ বখাটেকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে চালান করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ লতিফ হাজীর মোড় এলাকার আব্দুল মালেকের ছেলে রাতুল(২০) একই এলাকার আশরাফউদ্দিনের ছেলে বরশাদ(১৮) নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার তালেব হোসেনের ছেলে হাসান(১৮),উইলসন রোড এলাকার আতাউর রহমানের ছেলে নাছিম(১৮) ও আদমপুর এলাকার সিকান্দার আলীর ছেলে হাসিবুর রহমান(১৮)। সূত্র মতে,রোববার দুপুরে উল্লেখিত বখাটেরা কদমরসুল কলেজের সামনে অবস্থান করে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার সময় একই কলেজের প্রথম বর্ষের ছাত্র রিফাত প্রতিবাদ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে রিফাতকে বেদম প্রহার করে। খবর পেয়ে স্বজনরা এসে রিফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করে।