নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতনামা চোরের দল ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরাতে রক্ষিত স্বর্ণালংকার ও ১টি ওয়ালটন ট্যাবসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল রুটে নিয়ে গেছে।মঙ্গলবার দুপুরে থানার জামাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। ঔষধ ব্যবসায়ী জাহিদুল হক জানান,দীর্ঘ দিন ধরে তার শ্বশুরবাড়ির ২য় তলায় স্ব-পরিবারে বসবাস করে আসছিল। প্রতিদিনের ন্যায় জাহিদুল হক কর্মস্থলে এবং তার স্ত্রী বেলা ১২টায় বাড়ির কাজকর্ম শেষ করে ৩য় তলাস্থ তার পিত্রালয়ে যায়। বেলা ৩টায় ঔষধ ব্যবসায়ী জাহিদুল বাড়ি ফিরে অজ্ঞাতদের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখে ঘরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে বাইরে এসে ওই যুবকদের সন্ধান করেও ব্যার্থ হন।