বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বন্দর নবীগঞ্জ’স্থ নোয়াদ্দা আইভি রোড এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে মোঃ টিপু(৩৬) ও লাঙ্গলবন্দ চিড়াইপাড়া নন্দকানন কলোনী এলাকার মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ বিল্লাল(৪০)। ধৃতদের সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।