নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে চুরি,মাদক ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে থানার ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে মুসাপুর ইউনিয়নের কুলচরিত্র গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বুলবুল(২৮),বাড়ইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ(২২),একরামপুর এলাকার রুহুল আমিনের ছেলে সুমন(২৫)। ধৃতদের মধ্যে বুলবুল চুরি মামলার,পলাশ মাদক মামলার এবং সুমন নারী নির্যাতন মামলার আসামী। ধৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।