নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে গাড়ী চুরি,মাদক ও মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে মদনপুর লাউসার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মুস্তাফিজ(২০),তাজপুর এলাকার ওমর আলীর ছেলে শাহজামাল(২০),মাহমুদনগর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে পিয়ার হোসেন(৪৮) ও কাইকারটেক এলাকার কফিলউদ্দিনের ছেলে আলমগীর(৪০)। এদের মধ্যে মুস্তাফিজ সদ্য দায়েরকৃত পিকাপ চুরি এবং শাহজামাল মাইক্রোবাস চুরি,পিয়ার হোসেন মাদক মামলার ও আলমগীর মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। র্ধতদের শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।