বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী’র সঙ্গে অভিমান করে রুবেল প্রধাণ(২৮)নামে এক সন্তানের জনক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। শনিবার রাতে থানার ২নং মাধবপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল ওই এলাকার মৃত মনা প্রধাণের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃতৃ্যু মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,২নং মাধবপাশা গ্রামের মৃত মনা প্রধাণের ছেলে বিগত ৪বছর পূর্বে দড়ি সোনাকান্দা এলাকার জানে আলমের মেয়ে যুথী আক্তারকে সামাজিকভাবে বিয়ে করে। বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। প্রায় মাসখানেক পূর্বে যুথী তার এলাকার কতিপয় লোকজনকে দিয়ে রুবেলকে বেদম মারপিট করে। শনিবার রাতে রুবেল মোবাইল ফোনে স্ত্রীকে আসার জন্য অনুরোধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে রুবেল ঘরের াড়ার সঙ্গে দড়ি বেধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। রোববার সকালে বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে।