বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর ঊপজেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেল ৩টায় উপজেলা প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে প্রধাণ অতিথি হিসেেেব উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(সিপিটি)। মোঃ রকিব হোসেন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম। উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নিবাহী অফিসার মৌসুমী হাবিব। বন্দর উপজেলা সসহকারি কমিশণার( ভূমি) নাহিদ সুলতানার প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ,পল্লী বিদ্্ুযত সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশেদা মমতাজ,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মোঃ মোল্লা,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সদস্য রবিউল আলম রবি,পল্লী বিদ্যুত সমিতি বন্দর জোনাল অফিসের ওয়ারিং ইন্সপেক্টর প্রকৌশলী দীপক চন্দ্র দাস,কো-অর্ডিনেটর মোঃ আওলাদ হোসেন,যুবলীগ নেতা মোঃ মাসুম,ডালিম হায়দার,ইউসূফ মেম্বার,চান মিয়া প্রধান চান্দু মেম্বার,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান প্রধাণ,মাসুদা মেম্বার,ফালান মেম্বার ও সচিব আবদুল লতিফ হাওলাদারসহ অন্যান্য মেম্বার-সচিববৃন্দ। মেলা পরিচালনায় সহায়তা করায় বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ ও পল্লী বিদ্যুত সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানকে সম্মামনা স্মারক প্রদান করেন প্রধাণ অতিথি। পরিশেষে রেডিও টেলিভিশনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রধাণ অতিথি’র বক্তব্যে রকিব হোসেন বলেছেন,সরকারের উন্নয়নের কর্মকান্ড যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে উন্নয়ণ করা সম্ভব এবং সেই উন্নয়নের ফসল আমরা দূঢ়ভাবে এদেশে মানুষের কাছে পেীছাতে পারবো। রকিব হোসেন আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে যার একটি প্রমাণ আপনাদের দিতে পারি যেমন কিছুদিন আগেও আমাদের মাথা পিছু আয় ছিলো ১হাজার ডলার এবং আমরা আশা করি ২০২০ সালের মধ্যে ১৬ হাজারেও ছাড়িয়ে যাবো।