বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ৩১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার সোনাচড়া স্কুলঘাটের যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা ৩৮(১১)১৭। ধৃত ইয়াবা ব্যবসায়ী কামাল হোসেন বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।