বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার মদনপুর বাজার এলাকা ও ফরাজিকান্দা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ীর এএসআই মোহাম্মদ আলীসহ তার সঙ্গীয় র্ফোস গত সোমবার রাতে বন্দর থানার মদনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনপুর দক্ষিনপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে নূর নবী (২০)কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে বন্দর থানার এএসআই সাইয়াদুরসহ তার সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে চোর সন্দেহে ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মামুন (৩৮) একই এলাকার সুরুজ্জামান বাবুচি মিয়ার ছেলে লিটন (৪৫) উক্ত এলাকার মৃত বরহান উদ্দিন মিয়ার ছেলে কাজী কামরুল (৪৫) ও একই এলাকার মৃত মোখলেছ উদ্দিন বেপারী ছেলে দিলিপ (২৩)কে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ইয়াবা ব্যবসায়ীকে উক্ত মাদক মামলায় ও অপরধৃত ৪ জনকে বন্দর থানার একটি চুরি মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।