বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৬৮ পিছ ইয়াবা ও ২১ পুড়িয়া হেরোইনসহ ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দর খানবাড়ী এলাকার আঃ মান্নান মিয়ার ছেলে মোঃ সজিব,চিতাশাল এলাকার নাজির প্রধানের ছেলে মোঃ রাকিব ওরফে গাউরা রাকিব,একরামপুর এলাকার ্মজিবুর রহমানের ছেলে মোঃ রায়হান ও লাউসার এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা এন্ট্রি করা হয়েছে । যার নং ৩০-৩১-৩২(১১)১৮ইং ।
জানা গেছে,সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে থানার চিতাশাল এলাকা হতে সজিব ও রাকিবকে ২৮পিছ ইয়াবা ও ২১পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। একই রাতে এসআই শাখাওয়াত মৃধার নেতৃত্বে একরামপুর পৌরসভা মোড় এলাকা হতে রায়হানকে ২৫পিছ ও অপরাপর অভিযানে এসআই সায়েদুলের নেতৃত্বে জাকিরকে ১৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ধৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।