বিজয় বার্তা ২৪ ডট কম
৮২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩’শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মদনগঞ্জ ফাঁড়ীর এএসআই ফারুকসহ তার সঙ্গীয় র্ফোস বুধবার রাতে বন্দর থানার আলীনগর এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৩’শ গ্রাম গাঁজাসহ উক্ত এলাকার মৃত বদিউজ্জামান বেপারী ছেলে গাঁজা ব্যবসায়ী আক্তারুজ্জামান বাবু (৩২)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানার অপর এএসআই ইলিয়াছ খানসহ তার সঙ্গীয় র্ফোস কলাগাছিয়া ইউনিয়নস্থ আদমপুর এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। পরে পুলিশ ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার বশির মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে সুমন (৩২)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বৃহস্পতিবার দুপুরে মদনগঞ্জ ফাঁড়ীর এএসআই আশ্রাফ হোসেনসহ তার সঙ্গীয় র্ফোস মদনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মাদক স¤্রাট ফারুক (৪২)কে গ্রেপ্তার করে। ধৃত ৩ মাদক ব্যবসায়ীর মধ্যে বাবু ও সুমনকে আদালতে প্রেরণ করলেও অপর ধৃত মাদক স¤্রাট ফারুক থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানা গেছে। আদালত ২ মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠায়।