নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ৯পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাঈম(১৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৭টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত নাঈম মদনপুরস্থ মুরাদপুর সমিল সংলগ্ন এলাকার আলী হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে,সে দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় রোববার সকাল ৭টায় বাড়ির সানে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। এ সময় পুলিশ তার হেফাজতে থাকাস্থায় ৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মনারবাড়িতে দু’বোনের বৃত্তিলাভ