নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে কিশোর গার্মেন্টসকর্মী আয়নাল হত্যার ঘটনায় আরো এক খুনীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জ সদর থানাধীন হাজীগঞ্জ কিল্লার পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আদম পেশাদার খুনী। সে হাজীগঞ্জ এলাকার হাজী মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নানের ছেলে। এদিকে বুধবার বিকেলে কিলার আদম নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইসতিয়াকউদ্দিনের কাছে প্রদত্ত ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যাকান্ডের কথা অকপটে স্বীকার করে। বুধবার জবানবন্দীতে সে উল্লেখ করে কিশোর আয়নাল হত্যার সময় একপ্রান্তে মুন্না এবং অপর প্রান্তে আকাশ পাহারাদার হিসেবে কাজ করে। জুয়েল ও সে আয়নালকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জবাই করে ভূঁড়ি কেটে পশ্চিম হাজীপুরস্থ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর লীজকৃত পুকুরে ফেলে দেয়। মূলতঃ তাদের দলের হয়ে কাজ না করায় দাওয়াতের কথা বলে ওই স্থানে নিয়ে আয়নালকে তারা নৃশংসভাবে হত্যা করে।