নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে বেপরোয়াগামী ব্যাটারী চালিত আটোরিকশার ধাক্কায় সানিয়া(৬)নামে এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার সন্ধায় থানার মদনপুর-মদনগঞ্জ সড়কের কুঁড়িপাড়া বাগে জান্নাত মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সানিয়া স্থানীয় আনন্দনগর এলাকার হানিফ মিয়ার মেয়ে। নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে,শিশু সানিয়া সোমবার সন্ধা ৭টায় দোকান হতে সদাই কেনার পর বাড়ির ফেরার পথে রাস্তা পারপার হওয়ার সময় মদনপুর হতে ছেড়ে নবীগঞ্জগামী বেপরোয়া গতিতে আসা ব্যাটারী চালিত একটি অটোরিকশা আচমকা ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি’র মৃত্যু ঘটে। আশ পাশের লোকজন ধাওয়া করলে ঘাতক অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্বজনরা নিহত সানিয়ার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেট উপস্থিত হওয়ার খবর পাওয়া যায়নি। নিহত সানিয়া ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় ঘন্টাখানেক ওই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকে।